৯ এপ্রি, ২০১৪

তাজিকিস্তানে রাধারমণ


বাংলা লোকসংগীতের পুরোধা লোককবি রাধারমণ দত্ত। জন্ম ১৮৩৩ সালে সিলেটেমৃত্যু ১৯১৫ সালে। এই সাধক কবি তিন হাজারেরও বেশী লোকগীতির স্রষ্টা। তার অসংখ্য জনপ্রিয় গানের একটি ভ্রমর কইও গিয়া। রাধারমণের মৃত্যুর পর প্রায় ১০০ বছর পরে তাজিকিস্তানের অন্যতম জনপ্রিয় শিল্পী Noziyai Karamatullo নিজের ভাষায় গাইছেন রাধারমণের "ভ্রমর কইও গিয়া গানের সুরে।

প্রখ্যাত তাজিক পপ গায়ক Karomatullo Qurbonov এর মেয়ে Noziyai Karamatullo। ১৯৯২ সালে তাজিক সিভিল ওয়ারের সময় তার ব্যান্ডের আরও কিছু সদস্য সহ Karomatullo Qurbonov কে হত্যা করা হয়।

রাধারমণের বিরহের সুর দেশ-কালের সীমানা মানে না।


৬ এপ্রি, ২০১৪

অনলাইন দেশপ্রেমিক


প্রবাসী অনলাইন দেশপ্রেমিকদের এখন খুব রমরমা অবস্থা। বিদেশে নিরাপদ আশ্রয়ে থেকে ঘরে বসে বসে খুব সহজেই আমরা এখন কোন শালারে ছাড়া ছাড়ি নাই টাইপ কঠোর দেশপ্রেম দেখাতে পারি। দেশে থাকাকালীন সময়ে নিজের পড়াশোনা আর ক্যারিয়ার গড়ার পেছনে সময় দেয়া ছাড়া আর কিচ্ছু করি না। কিন্তু বিদেশে এসেই আমরা একেকজন ঝানু রাজনৈতিক চিন্তাবিদ ও সমাজসেবক হয়ে উঠি। দেশে যেমন সারা জীবন মালপানি কামিয়ে অবশেষে অনেকে রাজনীতিতে নামেন, আমরা প্রবাসী দেশপ্রেমিকেরাও বিদেশে নিজের নিরাপদ ক্যারিয়ার গড়ে রাজনীতিতে মন দেই। দেশের এই ব্যবসায়ী রাজনীতিবিদ আর আমাদের এই প্রবাসী দেশপ্রেমিকেরা মূলত একই শ্রেণী। মাটির সাথে, জনগণের নাড়ির সাথে বিন্দুমাত্র যোগসূত্র নেই, অথচ  মারমুখী গরম গরম বক্তিমে ঝেড়ে রেম্বো মার্কা প্রতিরোধের ডাক দেয়ার ক্ষেত্রে আমরা সবার আগে। আমরা প্রবাসী অনলাইন রেম্বো দেশপ্রেমিকেরা দেশের সকল লড়াই সংগ্রামে আপনার সাথে আছি, তবে   লাথি উশটা মেরে  কস্মিনকালেও কিন্তু আমাদের বিদেশ থেকে বের করা যাবে না!!