৩১ মে, ২০১৩

আশরাফুলের স্পট ফিক্সিং


আশরাফুলের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচে স্পট ফিক্সিং এর অভিযোগ এসেছে। তদন্ত চলছে। অভিযোগ যদি সত্য হয়, তাহলে পত্রিকা মারফত আশরাফুলের স্পট ফিক্সিং এর যা নমুনা দেখলাম, তাতে বোঝা যাচ্ছে নানা সময়ে ব্যাটিং ব্যর্থতায় আশরাফুল শুধু আমাদেরই আশা ভঙ্গের কারণ হয়নি, অসময়ে আউট হয়ে বাজিকরদেরও নানা ঝামেলায় ফেলেছে !

সময়কাল: জানুয়ারি ২০১০
ম্যাচ: চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্ট
স্পট ফিক্সিং চুক্তি: লাঞ্চের পরের ৩ ওভারে মোট ৬ রান করতে হবে
ফলাফল: লাঞ্চের আগেই আশরাফুল আউট

সময়কাল: আগস্ট ২০১২
ম্যাচ: শ্রীলংকা প্রিমিয়ার লীগের রুহুনা রয়্যালস দলের টি-২০ ম্যাচ
স্পট ফিক্সিং চুক্তি: ৭ম, ৮ম ও ৯ম এই ৩ ওভার মিলিয়ে মোট ১৪ রান করতে হবে
ফলাফল: ৬ষ্ঠ ওভারেই আশরাফুল আউট

কোন মন্তব্য নেই: