১৮ ফেব, ২০১৬

এশিয়া কাপে প্রবাসীমেলা

ঢাকাতে আবারও শুরু হচ্ছে এশিয়া কাপ। মূল পর্বের আগে ১৯শে ফেব্রুয়ারি থেকে চলবে প্রথম পর্ব। আফগানিস্তান সাথে বাছাই পর্বে অংশ নিবে হংকং, ওমান ও আরব আমিরাত। এই তিন দলে আছে ৪৮ জন খেলোয়াড়, যার মধ্যে ২৪ জন পাকিস্তানী ও ৯ জন ভারতীয়। প্রায় ৭০ শতাংশ প্রবাসী খেলোয়াড় দিয়ে গঠিত এই দলগুলো এশিয়া কাপে স্থান করে নিয়েছে। বাদ পড়ে গেছে নেপাল এর মত নিজস্ব খেলোয়াড় দিয়ে গঠিত দল। ক্রিকেট সম্প্রসারণের ছলে পাকিস্তানী ও ভারতীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেট খেলার ক্ষেত্র তৈরি করছে এই এশিয়ান দলগুলো।

অভিবাসী খেলোয়াড় দিয়ে খেলা চালিয়ে এসব দেশ একসময় নিজ নিজ দেশের তরুণ প্রজন্মকে ক্রিকেট খেলতে উৎসাহী করে তুলতে পারবে সে আশা করিনা। আরব আমিরাত ভাড়াটে অভিবাসী খেলোয়াড় দিয়ে বিশ্বকাপ খেলেছিল ১৯৯৬ সালে। ২০ বছর পেরিয়ে এসেও এই দলে এখনও ১৫ জনের মধ্যে ৯ জন অভিবাসী।



কোন মন্তব্য নেই: