১০ ফেব, ২০১৩

শাহবাগে শিরোনামহীন



আমার ধারণা মানুষের বালের দৈর্ঘ্য নিজ দেশের সাথে দূরত্বের সাথে সরাসরি সম্পর্কিত। দেশ থেকে যে যত দূরে থাকে
, তার বালের দৈর্ঘ্য তত বেশী। সে কারণেই বিদেশে আশ্রয় নিয়ে থাকা দেশপ্রেমিকেরা ইন্টারনেটে বসে কারণে অকারণে এতো বাল ফালায়।

শিরোনামহীন ব্যান্ড দিগন্ত টিভিতে গান করেছে পরোক্ষভাবে জামাতিদের বিনোদিত করেছে, তা বুঝলাম। কিন্তু শাহবাগে এসে তারা প্রত্যক্ষভাবে জামাতি রাজাকারদের ফাঁসির দাবী করবে। শাহবাগেসমবেত হওয়া হাজার হাজার গন-মানুষের সামনে তারা গান গাইবে। যদি দেশের মাটিতে সমবেত মানুষ তাদের গ্রহণ না করে, কারোরই সাধ্য নাই শাহবাগের উত্তাল সড়কে জনমতের বিরুদ্ধে দাঁড়িয়ে গান করার। ক্ষমতাসীন দলের নেতারা পর্যন্ত পারে নাই, আর শিরোনামহীন ব্যান্ড কোথাকার কি?

শিরোনামহীন ব্যান্ডকে বলছি, শাহবাগে যান। জনতার সামনে দাঁড়ান। জনতাই রায় দেবে। বিদেশের মাটিতে ইন্টারনেটের সামনে শরীরের বিভিন্ন অংশে বালের হাই ব্যালেন্স নিয়ে বসে থাকা দেশপ্রেমিকদের কথায় মাফ চাওয়ার প্রশ্নই আসে না। মাফ যদি চাইতে হয়, শাহবাগের সমবেত জনতাই তা জানিয়ে দিবে। জনতার রায় যদি আপনাদের বিপক্ষে যায়, লক্ষ লক্ষ উদ্দীপ্ত কণ্ঠস্বর প্রবল কণ্ঠে আপনাদের প্রত্যাখ্যান করার কথা জানিয়ে দিবে। আর যদি জনতা আপনাদের গ্রহণ করে নেয়, গুটিকতক মানুষের মিনমিনে প্রতিবাদ জনতার উল্লাসে হারিয়ে যাবে।

আসুন জনতার পরীক্ষার সামনে দাঁড়ান

কোন মন্তব্য নেই: