১৪ ফেব, ২০১৩

শাহবাগের পরীক্ষা



১৯৫২
, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭১, ১৯৯০ এবং ২০১৩......আমাদের জাতীয় গণজাগরণের এক একটি মাইল ফলক।

পুলিশের কাঁদানে গ্যাস ও লাঠি চার্জ নেই, গ্রেফতার-হয়রানীর দুশ্চিন্তা নেই, লেফটেনেন্ট জেনারেল ট্রাক এসে শরীর পিষে ফেলার শঙ্কা নেই, কিংবা নেই যে কোন সময় সেনা কিংবা ভাড়াটে গুণ্ডার বুলেটে লাশ হয়ে যাবার ভয়......অতীতের যে কোন গণ-আন্দোলন থেকে ২০১৩
র গণ-আন্দোলনের এই এক বড় পার্থক্য। প্রতিকূল রাজনৈতিক পরিবেশে রাষ্ট্রীয় ক্ষমতার বিপরীতে লড়াই করতে পারার সাহস-দৃঢ়তা যে কোন গণ-আন্দোলনের অন্তর্নিহিত শক্তির একটি বড় মাপকাঠি। ২০১৩কে এখনো সেই পরীক্ষার মুখোমুখি হতে হয়নি।

কোন মন্তব্য নেই: