১৬ এপ্রি, ২০১৩

মুতু মুহম্মদ


আমাদের বাসায় দুধ দিত যে মানুষটি তার নাম মুতু মুহম্মদ। কারো নাম যে এরকম হতে পারে নিজে না দেখলে আমি বিশ্বাস করতাম না।

হুমায়ুন আহমেদের জননী আয়েশা ফয়েজ স্বাধীনতার বেশ আগে পচাগড়ে থাকাকালীন তার বাসার দুধ ওয়ালার উদ্ভট নামের বর্ণনা দিয়েছেন এভাবেই। সেই দুধ ওয়ালার আসল নাম ছিল মুতু। আগেও কিছু নেই, পিছেও কিছু নাই, শুধু মুতু। ছোট বেলায় প্রতি রাতে বিছানা ভিজিয়ে ফেলার কারণেই নাকি তার এই নামের উৎপত্তি। এর মাঝে এলাকার এক মামলায় হাজিরা দিতে গিয়ে দেখা গেল মুতু নাম দিয়ে সে হিন্দু না মুসলিম সেটা বোঝার উপায় নেই। ত্যক্ত বিরক্ত হয়ে মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব এই ধর্মনিরপেক্ষ মুতু নামের বদলে একটি ধর্ম-পরিচায়ক নাম উদ্ভাবন করে দিলেন। সেই থেকে মুতু হয়ে গেল মুতু মুহম্মদ। (সূত্র: আয়েশা ফয়েজের জীবন যে রকম আত্মজীবনী অবলম্বনে)।


সারমর্ম: ক্ষেত্র বিচার না করে অন্ধবিশ্বাসে যত্রতত্র ধর্ম ফলাতে গেলে ফলাফল হয়ে যেতে পারে মুতু মুহম্মদ নামের মতো উদ্ভট।

কোন মন্তব্য নেই: