১০ মার্চ, ২০১৪

আটকেপড়া পাকিস্তানী বনাম আটকেপড়া বাংলাদেশী

আটকেপড়া পাকিস্তানীঃ স্বাধীনতার পূর্বে বাংলাদেশে এসে মুক্তিযুদ্ধের শেষে নানা রাজনৈতিক টানাপোড়েনে পাকিস্তানে ফিরতে না পেরে দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করে অতঃপর একসময় বাংলাদেশের নাগরিক সুযোগ-সুবিধার আবেদন জানাতে থাকা উর্দু ভাষাভাষী পাকিস্তানী বিহারী জনগোষ্ঠী

আটকেপড়া বাংলাদেশীঃ উচ্চ শিক্ষার্থে আমেরিকায় এসে শিক্ষাজীবন শেষে নানা অর্থনৈতিক ও টেকনিক্যাল টানাপোড়েনে বাংলাদেশে ফিরতে না পেরে (বা ফিরতে না চেয়ে) দীর্ঘদিন আমেরিকায় অবস্থান করে অতঃপর একসময় আমেরিকার নাগরিক সুযোগ-সুবিধার আবেদন জানাতে থাকা বাংলা ভাষাভাষী বাংলাদেশী ছাত্র-জনগোষ্ঠী।


আটকেপড়া পাকিস্তানীরা পাকিস্তানের মঙ্গল কামনায় পাকিস্তানবাসীদের উদ্দেশ্যে নানাবিধ উপদেশমূলক ব্লগ রচনা করে কিনা সেটা একবার খোঁজ নেয়া দরকার।   

কোন মন্তব্য নেই: