৩ ফেব, ২০১৪

নীরব বিপ্লব

কি আনন্দ! কি আনন্দ!
বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্কুল পর্যায়ের বই পড়া কর্মসূচীতে বই পড়ে পুরস্কার হিসাবে আরও বই পেয়েছে এই মাঠ ভর্তি হাজার হাজার শিশু।


প্রতিটি বই পড়ে শেষ করার পর আজও আমি একটু একটু করে বদলে যাই। নতুন করে ভাবি, শাণিত হই।  আমি নিশ্চিত এই শিশুরাও এভাবে একটি একটি করে বই পড়ে ভাবতে শেখে, চিন্তায় শাণিত হয়ে ওঠে। গত ২৫ বৎসর ধরেই এভাবে চলছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই বই পড়া কর্মসূচী।  প্রতি বছর প্রায় দেড় লক্ষ শিশু-কিশোর এভাবে বই পড়ছে। দেড় লক্ষ চিন্তাশীল মানুষ তৈরি হচ্ছে। কি বিশাল কর্মযজ্ঞ! নীরবে চলছে কি দারুণ এক বিপ্লব!  

ছবিঃ প্রথম-আলো

কোন মন্তব্য নেই: