১৭ ডিসে, ২০১৩

কী সুন্দর ফাজলামি করে !

প্রখ্যাত কৌতুকাভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের মনে দুঃখ ছিল যে অভিনয় শিল্পী হিসাবে প্রায় চল্লিশ বছর পেরিয়ে আসার পরও লোকে তাকে একজন অভিনেতা হিসেবে না দেখে কেবল একজন কমেডিয়ান হিসেবে গণ্য করে। তার নিজের মাসিমাকেই তিনি বলতে শুনেছেন, দিদি, নাটকে ভানুকে দেখেছেন? কী সুন্দর ফাজলামি করে

পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে কাদের মোল্লার ফাঁসির নিন্দা জানিয়ে প্রস্তাব পাশের কথা শুনে আমার ভানু বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ে গেলো। ১৯৭১ এর ৩রা মার্চ পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন বসার কথা ছিল । কিন্তু ১লা মার্চ তারিখে সেই অধিবেশন স্থগিত করে দেয়ার পরপরই বাঙ্গালীর জীবন থেকে সেই ন্যাশনাল অ্যাসেম্বলির গুরুত্ব চিরতরে হারিয়ে গেছে। বাঙ্গালীর হাতে মারা-খাওয়া পাকিস্তানের সেই ন্যাশনাল অ্যাসেম্বলি এখন যতই পার্লামেন্ট-পার্লামেন্ট ভাব নিয়ে গুরুগম্ভীর প্রস্তাব পাশ করুন না কেন তার মূল্যায়ন আমাদের কাছে ভানুর মাসিমার মতোই...কী সুন্দর ফাজলামি করে!

কোন মন্তব্য নেই: