২০ ডিসে, ২০১৩

খেলারাম খেলে যা

আমরা স্বাভাবিকতাকে ভয় পাই। শরীরকে ভয় পাই। ইচ্ছাকে ভয় পাই। আমরা আমাদের কামনাকে নিয়ে বিব্রত। বুকে হাত দিয়ে কটা লোক বলতে পারবে কোন সুন্দরী মেয়ে দেখে তার ইচ্ছে হয়নি? যদি কেউ বলে তার হয়নি, আমি বলব, সে অসুস্থ নয়তো মিথ্যুক।
-                                                                                        ----  সৈয়দ শামসুল হক, খেলারাম খেলে যা, ১৯৭০

তেঁতুল দেখলে যেমন মুখে লালা আসে, মহিলা দেখলেও তেমনি দিলের মধ্যে লালা বের হয়, মনের মধ্যে কু-খেয়াল এসে যায়। কেউ যদি বলে মহিলা দেখলে আমার দিলের মধ্যে কু-খেয়াল আসে না, তাহলে আমি বলব, ভাই তোমার ধ্বজভঙ্গ বিমার আছে।
-                                                                                      --- আল্লামা শাহ আহমদ শফি, হেফাজতে ইসলাম, ২০১৩

আমাদের শফি হুজুর তো মনে হয় ধর্মীয় কিতাব বাদ ফেলে খেলারাম খেলে যা পড়তে গিয়েই  যতসব তালগোল পাকিয়ে ফেলেছেন J



কোন মন্তব্য নেই: