৬ জানু, ২০১৪

সাভারের এনামুর রহমান

নির্বাচনের বৈধতা, গ্রহণযোগ্যতা ইত্যাদি নানা বিতর্কের ডামাডোলে চাপা পড়ে গেছে ঢাকা-১৯ আসনের প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগের দারুণ একটি প্রতীকী কাজ। সাভারে শত শ্রমিকের রক্ত স্নাত ভবন ধ্বসের স্থানটি ঢাকা-১৯ আসনের অন্তর্ভুক্ত। এই আসনে আওয়ামী লীগের দলীয় সাংসদ মুরাদ জং ছিলেন রানা প্লাজার মালিক আসামী সোহেল রানার অন্যতম প্রশ্রয়দাতা। মুরাদ জংকে সরিয়ে দিয়ে এই আসনে এবার মনোনয়ন দেয়া হয়েছিলো ভবন ধ্বসের পর আহতদের চিকিৎসায় অসামান্য অবদান রাখা সাভারের এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সত্ত্বাধিকারী ড. মোঃ. এনামুর রহমানকে। এবারের এই বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে ড. মোঃ. এনামুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কোন মন্তব্য নেই: