২৯ জানু, ২০১৪

অমানবিক ৭০০ রান

অবশেষে ৬ উইকেটে ৭৩০ রান তুলে ডিক্লেয়ার করলো শ্রীলঙ্কা। বাংলাদেশের ১৪ বছরের টেস্ট ইতিহাসে এতো বড় রানের বোঝা কেউ আগে বাংলাদেশের উপর চাপাতে পারেনি। ২০১২ সালের নভেম্বরের খুলনাতে ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেটে ৬৪৮ রান ছিল এতদিন বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড।

এরকম সেভেন হান্ড্রেড প্লাস রানের ইনিংস খেলার “বিকৃত মানসিকতা” অবশ্য শ্রীলঙ্কার জন্য নতুন না। ১৩৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৭০০ বা তার বেশী রানের ইনিংস খেলার কাণ্ড ঘটেছে মাত্র ২১বার। তার মাঝে সবে ১৯৮২ সালে টেস্ট খেলা শুরু করে একা শ্রীলঙ্কাই এই অমানবিক কাণ্ড ঘটিয়েছে সর্বোচ্চ ৫বার।

কোন মন্তব্য নেই: