৩০ জানু, ২০১৪

পেছনে কাহিনী আছে!!

শ্রীলঙ্কার সাথে প্রথম টেস্টে অমনোযোগী হয়ে মারমুখী শট খেলতে গিয়ে ব্যাটিং বিপর্যয় ডেকে এনেছে বাংলাদেশের ব্যাটসম্যানেরা। তবে এর পেছনে কাহিনী আছে!!

২৭শে জানুয়ারি সকালে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ দল যখন মাঠে নামছে তখনও বাংলাদেশের মাথার উপর ঝুলছে ইন্ডিয়া-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া বিগ-থ্রি জোটের জারি করা টেস্ট ক্রিকেট থেকে রেলিগেশনের হুমকি। মাঠে নামার পর দেখা গেল খেলার দুই আম্পায়ার হলেন ইংল্যান্ডের নাইজেল লং এবং অস্ট্রেলিয়ার পল রাইফেল। এর সাথে ম্যাচ রেফারী হিসাবে আছেন ইন্ডিয়ার জাগাভাল শ্রীনাথ। এখানেও সেই ইন্ডিয়া-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া বিগ-থ্রি জোট। একে তো মাথার উপরে বিগ-থ্রির হুমকি আর মাঠে চোখের সামনে এরকম বিগ-থ্রির প্রতিমা...এ অবস্থায় বাংলাদেশ দল খেলায় মনোযোগ হারিয়ে মারমুখী হয়ে উঠবে না তো কি করবে! 

কোন মন্তব্য নেই: