২৭ মার্চ, ২০১৩

রুমী স্কোয়াডের অনশন-১



গুটি কতক মানুষ মিলে এখনই
 ছোট আকারে আমরণ অনশন হবে, নাকি সময় মতো সবাই মিলে বিশাল আকারে আমরণ অনশন হবে...সেটা নিয়ে দেখি বাজার খুব গরম। অনশনের টাইমিংটা ঠিক হলো কিনা, সেটা ভাবার মতো প্রসঙ্গ। তবে অনশন ছোট আকারে হবে না বড় আকারে হবে কিংবা গুটিকতক মানুষ মিলে এমন কর্মসূচী নেয়া ভালো হলো কিনা ......এই প্রসঙ্গ বাল ছালের প্রসঙ্গ। অনশন ব্যাপারটাই প্রতীকী...কিছু মানুষ জীবন বাজি রেখে দাবী আদায়ের জন্য চাপ প্রয়োগ করে আর বাকিরা সেটাকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যায়। হাঙ্গার স্ট্রাইকের ইতিহাস ঘাটলে দেখা যায় প্রকৃত অর্থে যে আমরণ অনশন কর্মসূচী তা সব সময়ই ছোট আকারে গুটিকতক মানুষ মিলে পালন করেছে। বড় আকারে শত বা হাজারো মানুষের সম্মিলিত আমরণ অনশন কর্মসূচী শেষমেশ একবেলা আমরণ অনশন কর্মসূচী তে পরিণত হয়।

কোন মন্তব্য নেই: