৩১ মার্চ, ২০১৩

রুমী স্কোয়াডের অনশন-২


রুমী স্কোয়াড আজ লিখেছেঃ
অনশনস্থলে ফিরে আসলাম। আমি নিলয় বলছি। সাথে মানিক সূত্রধর, দীপ, শুভ্র, রায়হান সবাই ফিরে এসেছি। শুধু রাত তিনটায় নেয়া হয়েছিল সাগুফতাকে, সে এখনো হাসপাতালে আছে। যত দিন যাচ্ছে, আমাদের কথা বলার বিষয় সীমিত হয়ে আসছে। সবাই জানতে চাচ্ছেন, আমরা কবে এর শেষ দেখবো? এই আত্মঘাতী কর্মসূচী আর কতদিন চলবেআমাদের উত্তর খুব সহজ। আমরা এর পরিণতি জেনেই নেমেছি। আমাদের পথ সুনির্দিষ্ট । হয় মুক্তি, অথবা মৃত্যু। আপোষ আর দালালীর রাস্তা আমরা চিনি না। আমরা লক্ষ্যে অটল, অবিচল আছি। আমাদের ১৭ বছরের দীপ তার হাসপাতালের বেডে শুয়ে তার মাকে বলেছে, "মা, আমার কিছু হয়নি। আমি কিছুই খাবো না। আমাদের এখনো অনেক পথ বাকি।" আমরা প্রতিকী অনশন চাই না। ঐ সুশীল ভন্ডামির দিন শেষ। রুমী স্কোয়াড একটা কথা কখনো ভুলবে না। "স্বাধীন দেশে কোন জীবিত গেরিলার প্রয়োজন নেই।

সরকারের কাছে ওরা নিজের জন্য চাকরি চায় না, পরিবারের জন্য ভাতা-ভর্তুকি চায় না...শুধুমাত্র দেশের সবার জন্য যুদ্ধাপরাধীদের রাজনীতি নিষিদ্ধের সুনির্দিষ্ট একটি রূপরেখা চায়। ওদের সামনে এই রূপরেখা তুলে ধরুন। না হলে এরা মরে গিয়েই প্রমাণ করবে শাহবাগ এখনো মরে নাই

কোন মন্তব্য নেই: