১৫ মার্চ, ২০১৩

পাল্টা মঞ্চ নির্মাণ করবেন খালেদা জিয়া



শাহবাগের বিরুদ্ধে পাল্টা মঞ্চ নির্মাণ করবেন খালেদা জিয়া।

শাহবাগ তো অলরেডি দখল। ঢাকার কোথায় মঞ্চ করবেন? উনার মঞ্চ স্বামীবাগে হলে খুব ভালো হয়। শাহবাগের আন্দোলনরত তরুণদের উনারা যেমন শাহবাগী বলেন, তার বিপরীতে উনারে আমরা তাহলে স্বামীবাগী বলতে পারতাম। আফটার অল, স্বামীর নামে রাজনীতি আর স্বামীবাগী শব্দ দুইটা একসাথে ভালো মানায়।

শাহবাগ বা স্বামীবাগ ছাড়াও ঢাকাতে যেহেতু আরও অনেক বাগ আছে, তাই মমিনবাগী ও ইসলামবাগী (ধর্ম বেচার স্মরণে), মালিবাগী (কাদের মোল্লা স্মরণে), আমিনবাগী (আমিনী স্মরণে), মীরবাগী (মীরজাফর স্মরণে), গোপীবাগী, লালবাগী ও চামেলীবাগী (খালেদা জিয়া স্মরণে), টোলারবাগী ও বড়বাগী (তারেক জিয়া স্মরণে) এবং তল্লাবাগী ও গুলবাগী (মিথ্যাচার ও লেজুড়বৃত্তি স্মরণে) নাম গুলোও তেমন খারাপ হবে না।


কোন মন্তব্য নেই: