২৯ মার্চ, ২০১৩

রুমী ভাই


শহীদ রুমীকে ইদানীং দেখি অনেকে রুমী ভাই বলে ডাকছে। ডাকলে কোন সমস্যা নাই, তবে কানে কেমন জানি খটকা লাগে। পরিচিত, সমসাময়িক মানুষদের আমাদের সমাজে ভাই বলে ডাকার রেওয়াজ আছে। ঐতিহাসিক ব্যক্তিত্বদের এভাবে ভাই বলে ডাকতে আগে শুনি নাই। আমি বঙ্গবন্ধুকে মুজিব ভাই, তাজউদ্দীন আহমেদকে তাজ ভাই, বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরকে জাহাঙ্গীর ভাই কিংবা হযরত শাহজালাল (র:) কে শাহজালাল ভাই ডাকলে যেমন একটু অদ্ভুত শোনাবে, শহীদ রুমীকে রুমী ভাই ডাকলে ঠিক তেমনি শোনায়।



কোন মন্তব্য নেই: