১৩ জুল, ২০১৩

সরকারী চাকুরীতে মুক্তিযোদ্ধা কোটা

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে একটি প্রশ্ন: একজন মুক্তিযোদ্ধা পিতা বা মাতার সংসারে যদি ৫ জন ছেলে মেয়ে থাকে, সেই ৫ জনের প্রত্যেকেই কি মুক্তিযোদ্ধা কোটার সুবিধা পাবে? একটি পরিবারে কতজনকে পুনর্বাসিত করলে একটি পরিবার পুনর্বাসিত হয়?

সরকারী চাকুরীতে মুক্তিযোদ্ধা কোটার উদ্দেশ্য মুক্তিযোদ্ধা পরিবারের পুনর্বাসন। সেই উদ্দেশ্যে বর্তমানে সরকারী চাকুরীতে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান-সন্ততিদের জন্য সংরক্ষিত আছে ৩০ ভাগ কোটা। মুক্তিযোদ্ধা পরিবারের পুনর্বাসন জরুরী। তবে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ৩০ ভাগ কোটা সংরক্ষণ কতটা অযৌক্তিক? সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লক্ষ ৬ হাজার। ১৬ কোটি মানুষের দেশে এই মুক্তিযোদ্ধাদের অংশ শতকরা দশমিক এক দুই ভাগ (০.১২ ভাগ)। অর্থাৎ চাকুরীতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা জনসংখ্যার অনুপাতে প্রায় ২৪০ গুন বেশী।


এই কোটার সংখ্যা পুনর্বিন্যাস করা দরকার। একইভাবে দরকার এক পরিবারে সর্বোচ্চ কতজন কোটার সুবিধা পাবে তার সীমা নির্ধারণ।

কোন মন্তব্য নেই: