১৩ জুল, ২০১৩

পার্মানেন্ট ডিলে

Permanent Delay কথাটার প্রেমে পড়ে গেলাম। এই শব্দ-যুগলের সৌন্দর্য Temporarily Killed শব্দ-যুগলকেও হার মানায়!

সব রিপাবলিকান সিনেটর এক যৌথ চিঠি পাঠিয়ে প্রেসিডেন্ট ওবামাকে হেলথ কেয়ার রিফর্ম অ্যাক্ট বাস্তবায়নের ক্ষেত্রে Permanently Delay করার আহ্বান জানিয়েছেন। কংগ্রেস ও সিনেটে হেলথ কেয়ার রিফর্ম বিলটির পাস হওয়া ঠেকানো যায়নি। এরপর সুপ্রিম কোর্টে মামলা করে আইনটিকে অসাংবিধানিক হিসাবে বাতিল করার চেষ্টাও সফল হয়নি। শেষে এই আইনটি প্রত্যাহার করার নির্বাচনী মেনিফেস্টো নিয়ে প্রেসিডেন্ট ইলেকশন করেও জুটেছে ব্যর্থতা। তাই এখন সিনেট রিপাবলিকানদের এখন নতুন আবদার, ঠিক আছে, মেনে নিলাম আইন, তবে এর বাস্তবায়নে চাই Permanent Delay


এখন কায়দা করে এই নিউজটা দেশে মওদুদ আহমেদের হাতে ধরিয়ে দিতে পারলে দেখা যাবে বিএনপিও এর প্রয়োগ শুরু করেছে... ঠিক আছে, মেনে নিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের আইন, তবে বাস্তবায়নে চাই Permanent Delayআফটার অল, আদালতের রায়ে দুই মেয়াদের বা ১০ বছরের Delay করার কথা বলা ছিল।

কোন মন্তব্য নেই: